মোশাররফের ৫ উইকেটেও স্বস্তিতে নেই ঢাকা বিভাগ

৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর লিড বেশি বড় হতে দেননি মোশাররফ হোসেন। তবে তার দল ঢাকা বিভাগ স্বস্তিতে নেই টপ অর্ডারদের ব্যর্থতায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 11:36 AM
Updated : 12 Oct 2015, 11:36 AM

ফতুল্লায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচের তৃতীয় দিন শেষে এগিয়ে ঢাকা মেট্রোপলিস। প্রথম ইনিংসে ২৫ রানের লিড পাওয়া মেট্রো দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে তুলে নিয়েছে ঢাকা বিভাগের ৪ উইকেট।

ঢাকা মেট্রো দিন শুরু করেছিল ৪ উইকেটে ২২১ রানে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শামসুর রহমান ও মেহরাব হোসেন সোমবার প্রথম ঘণ্টা কাটিয়ে দেন নিরাপদে।

শতক করা শামসুরের বিদায়ে ভাঙে ৯২ রানের জুটি। আগের দিনের ১১৮ রানের সঙ্গে আর ২০ রান যোগ করতে পেরেছেন শামসুর।

খানিক পর বিদায় নেন মেহরাবও (৩৭)। মোশাররফের দারুণ বোলিংয়ে ৩০ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে লিড পাওয়ার আশাও জাগিয়েছিল ঢাকা। তবে অলরাউন্ডার শরিফউল্লার অর্ধশতকে শেষ পর্যন্ত সাড়ে তিনশ’ ছাড়ায় ঢাকা মেট্রো।

২৫ রানে পিছিয়ে থাকা ঢাকা বিভাগ শহিদুলের প্রথম ওভারেই হারায় মজিদকে। এই পেসার পরে ফিরিয়ে দেন সাইফকেও। পরে বেশিক্ষণ টিকতে পারেননি জনি-মায়শুকুরও।

প্রথম ইনিংসে ১ রানের জন্য শতক না পাওয়া রকিবুল হাসানের ব্যাটেই শেষ দিনে লড়াইয়ে আশা টিকে আছে ঢাকা বিভাগের।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩২৭

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১২৪ ওভারে ৩৫২ (শামসুর ১৩৮, মেহরাব ৩৭, শরিফউল্লাহ ৫২, ইলিয়াস সানি ০, আরাফাত সানি ৭, জাবিদ ১৫*, শহিদুল ১০; মাহবুবুল ১৬-৪-৭১-২, শরীফ ২১-২-৫১-১, মায়শুকুর ২-০-১৩-০, মোশাররফ ৪৯-১০-১২০-৫, নাজমুল ৩৪-৬-৮৬-১,  নাদিফ ১-০-৪-০, মজিদ ১-০-৪-০)।

ঢাকা বিভাগ ২য় ইনিংস: ৩২ ওভারে ৬৫/৪ (জনি ১৬, মজিদ ২, সাইফ ০, রকিবুল ২১*; মায়শুকুর ১৮, নাদিফ ৬*; শহিদুল ৫-১-৯-২, আসিফ ২-০-৪-০, শরিফউল্লাহ ৫-৩-১১-০, আরাফাত সানি ১১-৩-১৭-১, ইলিয়াস সানি ৩-০-৯-০, মাহমুদউল্লাহ ৬-১-১৩-১)।