আলো ছড়িয়েই যাচ্ছেন মেহেদি

প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাপিয়ে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। খুলনার হয়ে অর্ধশত রান করার পর বল হাতে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 12:04 PM
Updated : 11 Oct 2015, 01:50 PM

তরুণ মেহেদি ও অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের জোড়া আক্রমণেই বড় লিড নিতে পারেনি রংপুর বিভাগ। দুজনই ভাগাভাগি করেছেন রংপুরের ১০ উইকেট।

খুলনায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে আগের দিন খুলনা গুটিয়ে গিয়েছিল মাত্র ২১১ রানে। রোববার সম্ভাবনাও জাগিয়েও রংপুর পারেনি বড় লিড নিতে। ৫ উইকেট হাতে রেখেই দুইশ' ছাড়িয়েছিল তারা, কিন্তু অলআউট ২২০ রানেই!

মাত্র ৪ রানের জন্য শতক হাতছাড়া করেছেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন।

প্রথম ইনিংসে ৯ রানে পিছিয়ে থাকা খুলনা দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৩০ রানে।

জাতীয় লিগের আগের ম্যাচেই ঢাকা মেট্রোর বিপক্ষে অর্ধশত ও দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৬১ রানে ৬ উইকেট ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং। তরুণ অলরাউন্ডার নিজেকে ছাড়িয়ে গেলেন পরের ম্যাচেই। এবার ৬ উইকেট নিয়েছেন ৫০ রানে!

সকালে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভকে ফেরান মেহেদি। ৫৫ রানে ৩ উইকেট হারানো রংপুরকে উদ্ধার করেন নাঈম ইসলাম ও নাসির হোসেন। চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন দুজন।

অর্ধশতকের দুয়ারে আউট হন নাঈম (৪৪), শতকের দুয়ার থেকে ফেরেন নাসির (৯৬)। মেহেদির বলে কটবিহাইন্ড দুজনই।

সঙ্গে অধিনায়ক রাজ্জাকও শিকার শুরু করলে ১৭ রানে শেষ ৫ উইকেট হারায় রংপুর। রাজ্জাকের ঝুলিতে জমা পড়ে ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার ব্যাট করে অক্ষত থেকে ড্রেসিং রুমে ফেরেন খুলনার দুই ওপেনার। দিন শেষে সবকটি উইকেট হাতে নিয়ে তাদের লিড ২১ রানের।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৬৪.৩ ওভারে ২১১

রংপুর ১ম ইনিংস: ৯৮.২ ওভারে ২২০ (শুভ ২৪, নাঈম ৪৪, নাসির ৯৬, ধীমান ২০, আরিফুল ৬, তানভীর ১১*, সাদ্দাম ০, সাজেদুল ২, সঞ্জিত ০; রবিউল ১৩-৫-২৬-০, হালিম ৮-৩-২১-০, রাজ্জাক ৩৪.২-১১-৭৭-৪, মেহেদি ২৩-৭-৫০-৬, মুরাদ ১‌৭-৬-৩৪-০, জিয়াউর ৩-০-১১-০)।

খুলনা ২য় ইনিংস: ১৭ ওভারে ৩০/০।