সঞ্জিত-শুভর স্পিনে বেহাল খুলনার ব্যাটিং 

রংপুরের ত্রিমুখী স্পিন আক্রমণে খেই হারিয়েছেন খুলনার ব্যাটসম্যানরা। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনে নিজেদের মাঠে খুলনা গুটিয়ে গেছে ২১১ রানে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 11:50 AM
Updated : 10 Oct 2015, 11:50 AM

চারটি করে উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোহওরায়ার্দী শুভ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার সঞ্জিত সাহা। লেগ স্পিনার তানভীর হায়দার নিয়েছেন দুটি।
বোলারদের নৈপুণ্যের পরও অবশ্য দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি রংপুর। ব্যাটিংয়ের শুরুতেই বর্তমান চ্যাম্পিয়নরা হারিয়েছেন দুই ওপেনারকে। দিন শেষে রান ২ উইকেটে ২৩।

খুলনার হয়ে আবারও আলো ছড়িয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে অর্ধশত করার পাশাপাশি নিয়েছিলেন ৮ উইকেট। এবারও দলের বিপর্যয়ের মাঝে ব্যাট হাতে করেছেন অর্ধশত। পরে শেষ বিকেলে নিয়েছেন একটি উইকেট।

মিরাজের ইনিংসটিই খুলনার একমাত্র অর্ধশত। দলের প্রথম ৭ ব্যাটসম্যানই ছুঁয়েছেন দু অঙ্ক, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউ। গড়ে ওঠেনি তাই বড় জুটি।

অবিশ্বাস্যভাবে, শেষ উইকেটে মুরাদ খানের সঙ্গে মিরাজের ৩৫ রানের জুটিই ইনিংসের সবচেয়ে বড় জুটি!

খুলনার দুই ওপেনারকে ফেরানোর পর অভিজ্ঞ তুষার ইমরানকেও ফিরিয়েছেন সোহরাওয়ার্দী। তরুণ অফ স্পিনার সঞ্জিত আঘাত হেনেছেন খুলনার মিডল ও লোয়ার-মিডল অর্ডারে।

আর দলের সর্বোচ্চ দুই স্কোরার এনামুল (৪১) ও মিরাজকে (৬৩) ফিরিয়েছেন লেগ স্পিনার তানভীর।

৬টি চার ও ২ ছক্কায় মিরাজের ৬৩ রানের ইনিংসে দুইশ’ ছাড়াতে পারে খুলনা।
ব্যাটসম্যানদের হতাশার দিনটায় শেষভাগে খুলনাকে অবশ্য আশা যুগিয়েছে স্পিনারদের বোলিং। 
 
সংক্ষিপ্ত স্কোর:


খুলনা ১ম ইনিংস: ৬৪.৩ ওভারে ২১১ (ইমরুল ২১, মেহেদি ১৫, এনামুল ৪১, তুষার ৩২, নুরুল ১৫, জিয়াউর ১২, মেহেদি হাসান মিরাজ ৬৩, রাজ্জাক ০, রবিউল ০, হালিম ০, মুরাদ ২; সাজেদুল ৪-১-১৮-০, সাদ্দাম ৪-১-১৬-০, শুভ ২১-৩-৮১-৪, নাসির ৩-১-৪-০, সঞ্জিত ২১-৫-৩৭-৪, তানভীর ১১.৩-১-৪৫-২)।

রংপুর ১ম ইনিংস: ১৮ ওভারে ২৩/২ (তারিক ১২, সায়মন ৩, শুভ ১*, নাঈম ৫*; রবিউল ৩-০-১১-০, হালিম ২-১-৩-০, রাজ্জাক ৭-৪-৫-১, মিরাজ ৪-৩-৩-১, মুরাদ ২-২-০-০)।