‘এ’ দলের অধিনায়ক শুভাগত, সহকারী সৌম্য

আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে শুভাগত হোমকে; সহ-অধিনায়ক সৌম্য সরকার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 05:09 PM
Updated : 9 Oct 2015, 05:09 PM

জাতীয় দলে জায়গা হারালেও নির্বাচকদের ভাবনায় খুব ভালোভাবেই আছেন শুভাগত হোম। গত মাসে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরে ছিলেন তিনি। আফ্রিকা সফরের দলে তো আছেনই, পেয়েছেন আরও বড় দায়িত্ব। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে আফ্রিকায় যাচ্ছেন এই অলরাউন্ডার।

শুভাগত সহকারী মনোনীত হয়েছেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার।

ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ছিলেন মুমিনুল হক। তবে ওই সিরিজকে নির্বাচকরা নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিরিজের প্রস্তুতি হিসেবে, দলে ছিলেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। আফ্রিকা সফরের দলে মুমিনুল নেই, জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন তরুণ কয়েকজন।

প্রায় ৫ সপ্তাহের সফরে আগামী ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকায় শুভাগতরা খেলবে একটি তিনদিনের ও তিনটি একদিনের ম্যাচ। শেষ একদিনের ম্যাচে প্রতিপক্ষ গটেং স্ট্রাইকার্স। বাকি সব ম্যাচের প্রতিপক্ষ আইরিন ভিলেজার্স ক্রিকেট ক্লাব। খেলাগুলি হবে প্রিটোরিয়ার ক্লাবটির মাঠেই।

৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে যাবে ‘এ’ দল। সেখানে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তারা খেলবে তিনটি একদিনের ও দুটি চারদিনের ম্যাচ।

বাংলাদেশ ‘এ’ দল: শুভাগত হোম (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক),সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম। 

সফর সূচি:

তারিখ

ম্যাচ

প্রতিপক্ষ

ভেন্যু

১৯ অক্টোবর

৫০ ওভার

আইরিন ভিলেজার্স ক্লাব

আইরিন ভিলেজার্স ক্লাব

২১-২৩ অক্টোবর

৩ দিনের ম্যাচ

আইরিন ভিলেজার্স ক্লাব

আইরিন ভিলেজার্স ক্লাব

২৭ অক্টোবর

৫০ ওভার

আইরিন ভিলেজার্স ক্লাব

আইরিন ভিলেজার্স ক্লাব

২৯ অক্টোবর

৫০ ওভার

গটেং স্ট্রাইকার্স

আইরিন ভিলেজার্স ক্লাব

০২ নভেম্বর

৫০ ওভার

জিম্বাবুয়ে ‘এ’

কুইন্স স্পোর্টস ক্লাব

০৪ নভেম্বর

৫০ ওভার

জিম্বাবুয়ে ‘এ’

কুইন্স স্পোর্টস ক্লাব

০৬ নভেম্বর

৫০ ওভার

জিম্বাবুয়ে ‘এ’

কুইন্স স্পোর্টস ক্লাব

০৯-১২ নভেম্বর

চারদিনের ম্যাচ

জিম্বাবুয়ে ‘এ’

বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

১৫-১৮ নভেম্বর

চারদিনের ম্যাচ

জিম্বাবুয়ে ‘এ’

বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব