মাসাকাদজা গেলেন, মাসাকাদজা এলেন!

ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে হ্যামিল্টন মাসাকাদজাকে বাদ দিয়েছে জিম্বাবুয়ে। তবে দলে ডাক পেয়েছেন তার ছোট ভাই ওয়েলিংটন মাসাকাদজা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 06:32 AM
Updated : 9 Oct 2015, 06:32 AM

অস্ট্রেলিয়ার ওয়াহ ভাইদের বহু আলোচিত এক আখ্যান মনে করিয়ে দিলেন জিম্বাবুয়ের মাসাকাদজা ভাইরা। ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যখন ডাক পেলেন মার্ক ওয়াহ, বাদ পড়েছিলেন তখন বড় ভাই স্টিভ ওয়াহ। তেমনি এবার জিম্বাবুয়ের ওয়ানডে দল থেকে বাদ পড়লেন হ্যামিল্টন মাসাকাদজা; আর প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলেন ছোট ভাই ওয়েলিংটন মাসাকাদজা!

এখনকার জিম্বাবুয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি রানও তার। কিন্তু এক সিরিজের ব্যর্থতায় দল থেকে বাদ দেওয়া হলো ৩২ বছর বয়সী ব্যাটসম্যানকে।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে রান পাননি হ্যামিল্টন। তবে আগের সিরিজেই নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে করেছিলেন দুটি অর্ধশতক।
 
ওয়েলিংটন অবশ্য সরাসরি বড় ভাইয়ের বদলে আসেননি। হ্যামিল্টনের জায়গায় চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। আর চোট পাওয়া লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারের জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। গত বছর বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের টেস্ট দলে ছিলেন ওয়েলিংটন, তবে খেলতে পারেননি কোনো টেস্টে।

শুক্রবার হারারেতে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড তিন ওয়ানডের সিরিজ।
 
ওয়ানডেতে জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, লুক জঙ্গুয়ে, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোটেন্ডা মাতমবোদজি, রিচমন্ড মুতুম্বামি, তাওরাই মুজারাবানি, জন নিয়ুম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।