ডেঙ্গু নিয়ে হাসপাতালে মাশরাফি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারছেন না তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 05:15 AM
Updated : 9 Oct 2015, 05:15 AM

জাতীয় লিগের ম্যাচ খেলতে শুক্রবার খুলনায় যাওয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আগের রাতে তাকে যেতে হলো হাসপাতালে।

হাসপাতালে মাশরাফির সঙ্গে থাকা ঘনিষ্ঠ বন্ধু বাবলু শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে মাশরাফিকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়েছে। এখনও প্রচণ্ড জ্বর।

মাশরাফির ডেঙ্গুর খবর নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরিও।

“এখনও পর্যন্ত বিস্তারিত জানি না। তবে মাশরাফিতে ডেঙ্গুতে আক্রান্ত, এটা নিশ্চিত করা হয়েছে। ওখানকার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার। আমি দুপুরের দিকে যাব হাসপাতালে।”

মাশরাফির এক বছর বয়সী ছেলে সাহেলেরও প্রচণ্ড জ্বর ছিল কদিন ধরে। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে ফোনালাপে মাশরাফি জানিয়েছিলেন তার অসুস্থতার কথাও।

“কয়েকদিন ধরে সাহেলের জ্বর। কাল সারারাত জেগে ছিলাম, ওকে সামলাতে হয়েছে। একটু পর পর ওকে স্পঞ্জ করতে হয়েছে। সকালে ছেলের জ্বর কমেছে, কিন্তু রাত জেগে ওসব করে আমার নিজেরই জ্বর এসে গেছে, এখন ১০২ ডিগ্রি আছে।”