হার দিয়েই পাকিস্তান সফর শেষ সালমাদের

বড় হার দিয়ে পাকিস্তান সফর শেষ করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের দলকে ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 11:41 AM
Updated : 6 Oct 2015, 11:41 AM

এর আগে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে সানা মিরের দল।
 
পাকিস্তান সফরে চার ম্যাচে মঙ্গলবারই প্রথম আগে ব্যাট করে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য ভালো করতে পারেনি অতিথিরা। ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ১২৩ রানের মামুলি সংগ্রহ গড়ে তারা।
 
সর্বোচ্চ ৩৯ রান করেন আয়েশা রহমান। তিনি ছাড়া প্রথম সাত জনের আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। তিন জন আউট হন শূন্য রানে। 
 
নিগার সুলতানার (১০৯ বলে ৩০) মন্থর ব্যাটিংয়ে একশ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ। তার সঙ্গে ৪৭ রানের জুটি গড়া রিতু মণি করেন ২৮ রান।
 
মাত্র ৭ রানে চার উইকেটে নিয়ে পাকিস্তানের সেরা বোলার আনাম আমিন। এছাড়া আসমাভিয়া ইকবাল ২৮ রানে নেন তিন উইকেট।
 
জবাবে ৩৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। 
 
সর্বোচ্চ ৪১ রান করেন বিসমাহ মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে মারিনা ইকবালের ব্যাট থেকে। এছাড়া নাইন আবিদি খেলেন ২২ রানের আরেকটি কার্যকর ইনিংস।
 
২২ রানে দুই উইকেট নেন নাহিদা আক্তার।