আসিফের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দিন একটি দু:সংবাদও পেয়েছে পাকিস্তান। দেশটির তরুণ অফস্পিন অলরাউন্ডার বিলাল আসিফের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি করেছেন আম্পায়াররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 10:34 AM
Updated : 6 Oct 2015, 11:30 AM

হারেরে স্পোর্টস ক্লাব মাঠে গত সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৫ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে সহজ জয় এনে দেন অফস্পিনার আসিফ। 
 
সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আসিফের। সেই ম্যাচ অবশ্য হেরেছিল পাকিস্তান, আসিফও কোনো উইকেট পাননি। 
 
প্রথম ম্যাচ জেতা পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।  
 
পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম ইএসপিএনক্রিকইনফোকে আসিফের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠার কথা জানান। 
 
আম্পায়ারদের এই আপত্তির ফলে নিয়ম অনুযায়ী বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির প্রতিবেদন পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে আসিফকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত সব ধরনের ম্যাচে বল করতে পারবেন তিনি।