ছুটিতে হ্যালসল, কার্পিনেন

ছুটি নিয়ে দেশ ছেড়েছেন দুই ক্রিকেট কোচ রিচার্ড হ্যালসল ও স্টুয়ার্ট কার্পিনেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 03:03 PM
Updated : 5 Oct 2015, 03:03 PM

জিম্বাবুয়েতে জন্ম নেওয়া হ্যালসল জাতীয় দলের ফিল্ডিং কোচ। অস্ট্রেলিয়ার কার্পিনেন হাই পারফরম্যান্স ইউনিটের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, দুই কোচের ছুটি নেওয়ার ব্যাপারটি তার জানা রয়েছে।

“ছুটি চেয়েছিল জানি, কাল রাতেই শুনেছি, ভেবেছিলাম আজই কথা বলবো। কিন্তু এরই মাঝে চলে গেছে, এটা আমি জানি না।”

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কোচদের মধ্যে কোনো উদ্বেগ নেই বলে দাবি করেন বোর্ড প্রধান।

“প্রধান কোচের (চন্দিকা হাথুরুসিংহে) সঙ্গে গতকালও আমি কথা বলেছি। ও এমন কোনো পর্যবেক্ষণ আমাকে দেয়নি। যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ হয়নি, আমি শুনেছি কে যেন ছুটির জন্য আবেদন করেছিল।”

খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দল। আপাতত কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের।

নাজমুল হাসান মনে করেন, ছুটিতে যাওয়া কোচরা পরবর্তী যে কোনো খেলার আগেই চলে আসবেন।

“আমরা এটা নিয়ে কোনো আলোচনা করিনি, আজই আলোচনা করে ফেলব।”

হ্যালসল, হাথুরুসিংহে ছাড়াও মাশরাফি-মুশফিকদের বিদেশি ক্রিকেট কোচ হিসেবে আছেন হিথ স্ট্রিক ও রুয়ান কালপাগে। এছাড়া ট্রেনার হিসেবে রয়েছেন মারিও ভিল্লাভারায়ন।