তাইজুল-সানজামুলের স্পিনে জয়ের আশায় রাজশাহী

প্রথম ইনিংসে বড় লিড পেলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারার পথে আছে চট্টগ্রাম। জয়ের জন্য শেষ দিনে রাজশাহীর চাই ১৫৯ রান; হাতে আছে সবকটি উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 02:20 PM
Updated : 5 Oct 2015, 02:20 PM

রাজশাহীতে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পেলেও সোমবার দ্বিতীয় ইনিংসে ১৮১ রানেই গুটিয়ে যায় যায় চট্টগ্রাম। ৩টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও সানজামুল ইসলাম।

 ২৫৭ রানের জয়ের লক্ষ্যে নেমে রাজশাহী দিন শেষ করেছে বিনা উইকেটে ৯৮ রানে।

চট্টগ্রামের ওপেনিংয়ে ছিল উল্টো চিত্র। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ দুই ভাইয়ের জুটি। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর তামিম ইকবাল এবার করেছেন ৪। নাফিস ৬ রানের পর এবার আউট ৩ রানে।

চট্টগ্রামের হয়ে যা একটু লড়াই করেছেন প্রথম ইনিংসের দুই নায়ক ইরফান শুক্কুর ও ইয়াসির আলি। শতকের পর এবার ৫৫ করেছেন শুক্কুর। ৯ রানের জন্য শতক হাতছাড়া করা ইয়াসির এবার করেছেন ৬১। দুজনকেই ফিরিয়েছেন তাইজুল।

তাইজুল-সানজামুলের জোড়া আক্রমণে ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে চট্টগ্রাম।
ব্যাটসম্যানদের ব্যর্থতার পর চট্টগ্রামের বোলাররাও পারেনি রাজশাহীর উদ্বোধনী জুটিকে আউট করতে। 

অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিক ও তরুণ নাজমুল হোসেন প্রথম ইনিংসে গড়েছিলেন ১৪৪ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ইনিংসেও দলকে দারুণ ভিত গড়ে দিলেন দুই বাঁহাতি।
সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৮৩


রাজশাহী ১ম ইনিংস: ৩০৮

চট্টগ্রাম ২য় ইনিংস: ৬৭.২ ওভারে ১৮১ (তামিম ৪, নাফিস ৩, মুমিনুল ১৬, তাসামুল ১১, ইয়াসির ৬১, শুক্কুর ৫৫, সাইফুদ্দিন ১৭, নাবিল ৪, মেরাজুল ২, জুবায়ের ০, মনিরুজ্জামান ০*; শাফাক ৭-২-১৩-১, ফরহাদ রেজা ৯-৩-১৫-১, মুক্তার ৯-০-২৪-১, তাইজুল ২৪.২-৩-৭২-৩, সানজামুল ১২-১-৩৯-৩, ফরহাদ হোসেন ৬-২-১১-১)।

রাজশাহী ২য় ইনিংস: ২০ ওভারে ৯৮/০ (নাজমুল ৪৫*, জুনায়েদ ৫৩*; ইয়াসির ২-০-১৮-০, মনিরুজ্জামান ১-০-৯-০, জুবায়ের ৮-১-৩০-০, নাবিল ৩-০-৬-০, সাইফুদ্দিন ১-০-১৭-০, তাসামুল ৪-০-১৫-০, মুমিনুল ১-০-৩-০)।