ইমতিয়াজ-জাকিরের ব্যাটে সিলেটের লড়াই

চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার শতক উপহার দিয়েছেন ইমতিয়াজ হোসেন। তরুণ জাকির হোসেন করেছেন স্ট্রোকসমৃদ্ধ ৮৯। বরিশালের বড় স্কোরের বিপক্ষে লড়ে যাচ্ছে সিলেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 02:15 PM
Updated : 5 Oct 2015, 03:08 PM

খুলনায় জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে মোসাদ্দেকের দ্বিশতকে ৫২৭ রান তুলেছিল বরিশাল। সিলেট তৃতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
ফলো অন এড়াতে শেষ দিনে সিলেটের চাই ১৫ রান। তাতে তারা সফল হলে হয়ত ড্রয়ের দিকে গড়াবে ম্যাচ। তিন দিন শেষেও শেষ হয়নি দুই দলের ১ম ইনিংস।

সোমবার বিনা উইকেটে ১১২ রান নিয়ে দিন শুরু করেছিল সিলেট। আগের দিনের ৫৮ রানেই ফিরে যান ওপেনার শাহনাজ আহমেদ। দ্বিতীয় উইকেটে জাকিরকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন ইমতিয়াজ হোসেন। ১২২ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে আসে আরও ১৪৫ রান!

মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচে নামা জাকির প্রথম অর্ধশতকটিকে শতকে রূপ দেওয়ার পথেই ছিলেন। কিন্তু ৮৯ রানে আউট হয়ে যান অনূর্ধ্ব-১৯ দলের প্রতিশ্রুতিশীল উইকেটকিপার ব্যাটসম্যান।
ততক্ষণে শতরান পেরিয়ে গেছেন ইমতিয়াজ। ২৬২ বলে ছুঁয়েছেন শতক। ১০৭টি প্রথম শ্রেণির ম্যাচে এটি তার মাত্র ষষ্ঠ শতক! শেষ পর্যন্ত ৩৪০ বলে ১২৭ করে আউট হয়েছেন এই ওপেনার।

ইমতিয়াজের বিদায়ে মড়ক নামে সিলেটের ইনিংসে। ২ উইকেটে ২৯০ থেকে ৪৬ রানের মধ্যে হারায় তারা ৫ উইকেট। হ্যাটট্রিক না করতে পারলেও হলেও টানা ৩ ব্যাটসম্যানকে শূন্য রানে ফেরার সোহাগ গাজী।

তবে সিলেটের ভরসা হয়ে এক প্রান্ত আগলে উইকেটে আছেন অভিজ্ঞ রাজিন সালেহ (৫৫*)।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৫২৭/৯ (ডিক্লে.)


সিলেট ১ম ইনিংস: ১৩৮ ওভারে ৩৬৩/৭ (ইমতিয়াজ ১২৭, শাহনাজ ৫৮, জাকির ৮৯, রাজিন ৫৫*, অলক ১৫, রুমান ০, রাহাতুল ০, আবুল হাসান ০, সাদিকুর ১১*; কামরুল ১৫-৫-৩৫-০, তৌহিদুল ২২-৪-৭৫-১, মনির ৩৪-৩-৯৩-১, সোহাগ ৩৬-৯-৭৫-৩, সালমান ৫-২-৭-০, ফজলে রাব্বি ৯-১-২৯-০, আল আমিন ৪-১-৭-১, মোসাদ্দেক ১৩-২-৩৬-১)