মোশাররফের স্পিনে বিপাকে চ্যাম্পিয়ন রংপুর

মোশাররফ হোসেনের স্পিন ভেল্কিতে ঢাকার বিপক্ষে ফলো অনে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের বোলিং নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই রংপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 01:53 PM
Updated : 5 Oct 2015, 01:53 PM

ফলো অনের পর ব্যাটিংয়ে নেমেও আবার বিপর্যয়ে পড়েছে রংপুর। তৃতীয় দিন শেষ করেছে তারা ৩ উইকেটে ৫৫ রান নিয়ে। ইনিংস হার এড়াতেই শেষ দিনে চাই আরও ১৪৬ রান।

বগুড়ায় জাতীয় লিগের প্রথম স্তরের এই ম্যাচে নাদিফ চৌধুরির শতকে ১ম ইনিংসে ৪৪৯ করেছিল ঢাকা বিভাগ। সোমবার ১ম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে পড়ে রংপুর।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর মোশাররফ হোসেন দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট।

৩ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করেছিল রংপুর। সোমবার মোশাররফ ও শুভাগত বাঁহাতি স্পিন-অফ স্পিন জুটি চেপে ধরেছিল রংপুরের ব্যাটসম্যানদের। নাসির হোসেন ছাড়া সুবিধা করতে পারেননি আর কেউ।

১১ চারে ৭৩ করেছেন নাসির, লোয়ার অর্ডারে ৪৫ করেছেন সোহরাওয়ার্দী শুভ। 

প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৮তম বারের মতো ৫ উইকেট পেয়েছেন মোশাররফ। অফ স্পিনে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি শুভাগত নিয়েছেন চারটি ক্যাচ। 

দ্বিতীয় ইনিংসেও রংপুরের মাথাব্যথার কারণ সেই মোশাররফ। ওপেনার লিটন দাসকে ফেরান পেসার মাহবুবুল। এরপর ওপেনার সায়মন ও চারে নামা নাসিরকে পরপর দুই বলে ফেরান মোশাররফ।

চ্যাম্পিয়নদের তাই চোখ রাঙাচ্ছে পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৪৪৯

রংপুর ১ম ইনিংস: ৯৮.১ ওভারে ২৪৮ (তানভীর ২৭, নাসির ৭৩, ধীমান ১৯, মাহমুদুল ১, আরিফুল ০, সোহরাওয়ার্দী ৪৫, সাজেদুল ২, সাদ্দাম ৭*; মাহবুবুল ১০-২-৪০-০, শরীফ ২২-৩-৭১-১, মোশাররফ ৩৮-৫-৮২-৬, শুভাগত ২৬.১-৯-৪৬-৩, মজিদ ২-০-৬-০)
রংপুর ২য় ইনিংস (ফলো অনের পর): ২৮ ওভারে ৫৫/৩ (লিটন ১৪, সায়মন ২১, সোহরাওয়ার্দী ১৬*, নাসির ০, নাঈম ৩*; মাহবুবুল ৮-১-১৬-১, মায়সুকুর ৬-১-১৭-০, মোশাররফ ৮-২-১৩-২, শুভাগত ৬-১-৯-০)