মেহেদির ৬ উইকেটে আড়াল মার্শালের শতক

দলের বিপর্যয়ে নেমে দারুণ এক শতক করেছেন মার্শাল আইয়ুব। ছুঁয়েছেন প্রথম শেণির ক্রিকেটে ৫ হাজার রান। তবে মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে আড়াল হয়ে গেছে লড়াকু সেই ইনিংস। মার্শালের ঢাকা মেট্রোকে ফলো অন করিয়েছে মেহেদির খুলনা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 01:12 PM
Updated : 5 Oct 2015, 01:12 PM

আগের দিন ব্যাট হাতে ৬৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন মেহেদি হাসান। সোমবার ঢাকা মেট্রোর ৬ উইকেটের পতন হয়েছে, যার সবকটি অফ স্পিনে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। ষষ্ঠ প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন এই অলরাউন্ডার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনার ৪৫৫ রানের জবাবে তৃতীয় দিনে ২৭১ রানে অল আউট হয়েছে ঢাকা মেট্রোপলিস।

মেট্রোকে ফলো অনে পাঠিয়ে ফিল্ডিংয়েও নেমেছিল খুলনা। কিন্তু বৃষ্টিবিঘ্নিত দিনের শেষ বিকেলে আলোকস্বল্পতায় আর খেলা হতে পারেনি।
 
৪ উইকেটে ৭৮ রান দিয়ে দিন শুরু করেছিল মেট্রো। ২৭ রানে অপরাজিত ছিলেন মার্শাল। আসিফ আহমেদের সঙ্গে আগের দিন বিকেলে গড়া জুটি সোমবার সকালে আরও এগিয়ে নেন মার্শাল। ৪৭ রানে আসিফকে এলবিডব্লিউ করে ১২০ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙেন মেহেদি।
নিজের ৮২ রানে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করেন মার্শাল। পরে একাদশ শতক তুলে নেন ১৭১ বলে।
 
নিজের বলে বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে মার্শালকে (১০৭) ফেরান মেহেদি। 
আটে নেমে লড়াকু এক অর্ধশত করেছেন শরিফুল্লাহ। তবে আরেক পাশ থেকে ঢাকা মেট্রোর লেজ ছেটে দিয়েছেন মেহেদি।
 
শেষ দিনে ঢাকা মেট্রো নামবে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৪৫৫

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯৫.৩ ওভারে ২৭১ (মার্শাল ১০৭, আসিফ ৪৭, মেহরাব ১২, শরিফুল্লাহ ৬৬*, জাবিদ ৭, শহীদ ৪, আবু হায়দার ১; মুস্তাফিজ ১৭-৫-৩৫-৩, আল আমিন ১৮-৫-৩৭-১, রাজ্জাক ৩৩-৪-১৩৪-০, জিয়াউর ৪-২-২-০, মেহেদি ২৩.৩-৩-৬১-৬)।