নাদিফের ব্যাটে ঢাকার স্বস্তি

সাত নম্বরে নেমে দারুণ এক শতক করেছেন নাদিফ চৌধুরি। ঢাকা বিভাগকেও এনে নিয়েছেন স্বস্তির সংগ্রহ। পরে বল হতে রংপুরকে বিপাকে ফেলে দিয়েছেন মোশাররফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 01:18 PM
Updated : 4 Oct 2015, 01:18 PM

বগুড়ায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে প্রথম দিনে লড়াইটা হয়েছিল প্রায় সমানে-সমান। ২৬৫ রান করেছিল ঢাকা, রংপুর তুলেছিল ৬ উইকেট। কিন্তু দ্বিতীয় দিনে পার্থক্য গড়ে দিল নাদিফের ব্যাট।

প্রথম দিনে বেশ সতর্কতায় ব্যাট করেছিলেন নাদিফ, দিন শেষ করেছিলেন ৬৮ বলে ২৯ রানে। রোববার ব্যাট করেছেন সহজাত আক্রমণাত্মকভাবে, রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে।

নাসির হোসেনকে তিন বলের মধ্যে দুটি চার মেরে ছুঁয়েছেন শতরান, ১৮১ বলে। ইনিংসের একমাত্র ছক্কাটিও মেরেছেন তিনি নাসিরকে।

দেশের ক্রিকেটে এক সময় নাদিফকে ভাবা হতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। তবে সুবিচার করতে পারেননি সেই পরিচয় কিংবা নিজের সহজাত প্রতিভার সঙ্গে। পরে ব্যাটিংয়ের ধরণ পাল্টে চেষ্টা করেছেন টিকে থাকতে। ৮৬টি প্রথম শেণির ম্যাচে এই নিয়ে শতক মাত্র পাঁচটি।

লোয়ার অর্ডারে নাদিফকে যোগ্য সঙ্গ দিয়েছেন সগির, মোশাররফরা। দশে নেমে মোহাম্মদ শরীফ তিন ছক্কায় করেছেন ৩০। ঢাকার ইনিংস থামে ৪৪৯ রানে।

ক্যারিয়ার-সেরা বোলিংয়ে লেগ স্পিনার তানভীর হায়দার নেন ৬২ রানে ৪ উইকেট।

পরে ব্যাটিংয়ে তিনে নেমে ১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তানভীর। তবে রান একশ ছোঁয়ার আগেই রংপুর হারিয়েছে ৩ উইকেট। ওপেনার লিটন দাস সহজাত ব্যাটিংয়ে ৫ চার ও ১ ছক্কায় ৫১ করে আউট হয়েছেন।

তিনটি উইকেটই নিয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা: ১৩৮.৩ ওভারে ৪৪৯ (নাদিফ ১১১, সগির ৩১, মোশাররফ ৩৬, শরীফ ৩০, মাহবুবুল ৩*; সাজেদুল ২২.৩-২-৮০-২, সাদ্দাম ২০-৪-৫৬-১, আরিফুল ৬-২-১৯-০, সোহরাওয়ার্দী ৩৪-৮-১২০-৩, মাহমুদুল ২৫-৪-৬১-০, তানভীর ২৩-৩-৬২-৪, নাসির ৮-০-৪১-০)।

রংপুর ১ম ইনিংস: ৩৯ ওভারে ৯৮/৩ (লিটন ৫১, সায়মন ১০, তানভীর ১৭*, নাঈম ৫, নাসির ১১*; মাহবুবুল ৬-২-২৩-০, শরীফ ৯-১-২০-০, মোশাররফ ১৪-১-৩৩-৩, শুভাগত ১০-২-১৯-০)