চট্টগ্রামকে লিড এনে দিলেন জুবায়ের

শুরুটা দারুণ করার পরও বড় স্কোর গড়তে পারেনি রাজশাহী। লেগ স্পিনে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামকে লিড এনে দিয়েছেন জুবায়ের হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 12:52 PM
Updated : 4 Oct 2015, 12:52 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিনে ৩০৮ রানে অল আউট হয়েছে রাজশাহী। সকালে চট্টগ্রামের ১ম ইনিংস শেষ হয় ৩৮৩ রানে। লিড তাদের ৭৫ রানে। দ্বিতীয় দিন আর ব্যাটিংয়ে নামতে পারেনি চট্টগ্রাম।

রাজশাহীর টপ অর্ডাররা দারুণ ভিত গড়ে দিয়েছিলেন দলের জন্য। অনূর্ধ্ব-১৯ দলের নাজমুল হোসেনকে নিয়ে ১৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জুনায়েদ সিদ্দিক। তিনে নেমে অর্ধশত করেন ফরহাদ হোসেনও।

কিন্তু জুবায়ের হোসেন ও নাবিল সামাদের স্পিনে পরে পথ হারায় রাজশাহী ইনিংস। চা-বিরতিতে গিয়েছিল তারা ২ উইকেটে ২০৯ রান নিয়ে। কিন্তু শেষ সেশনে ৮ উইকেট হারিয়েছে ৯৯ রানে!

৮০ বলে ৮১ রান করা জুনায়েদকে ফিরিয়ে রাজশাহীর উদ্বোধনী জুটি ভাঙেন অনিয়মিত অফ স্পিনার ইয়াসির আলি। ১০ চারে ৬১ রান করা নাজমুলকে ফেরান জুবায়ের।

তৃতীয় উইকেটে অভিষিক্ত উইকেটকিপার ব্যাটসম্যান তন্ময় ঘোষকে নিয়ে ৫০ রানে জুটি গড়েন ফরহাদ হোসেন।

চা-বিরতির পর প্রথম ওভারেই তন্ময়কে ফেরান নাবিল, রাজশাহী ইনিংসেও লাগে মড়ক। বড় রানের দেখা পাননি পরের আর কোনো ব্যাটসম্যানই। দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রাখা ফরহাদ হোসেনকেও ফেরান জুবায়ের।

লোয়ার অর্ডারে তাইজুল ইসলামের ২০ বলে ২৫ রানের ইনিংসে তিনশ' পেরোয় রাজশাহী।

এমনিতে জামালপুরের ছেলে হলেও জুবায়ের খেলছেন চট্টগ্রামে, দলের সফলতম বোলারও তিনিই। আর ৩ উইকেট নিয়ে তিনশ' উইকেটের দিকে আরেকটু এগিয়েছেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ (২৯৩)।

সকালে ৮ উইকেটে ৩৪৬ রান নিয়ে দিন শুরু করেছিল চট্টগ্রাম, সাইফুদ্দিনের পরাজিত ৭৪ রানের ইনিংসে থামে তারা ৩৮৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ৯৫.৩ ওভারে ৩৮৩ (সাইফুদ্দিন ৭৪*, জুবায়ের ৫, মনিরুজ্জামান ৪; শাফাক ১৩-২-৫৩-৩, ফরহাদ রেজা ১৭-৫-৩৬-১, মুক্তার ১৮-৫-৭৫-৩, তাইজুল ২১-২-৮৯-২, সানজামুল ১৪.৩-১-৬৩-১, ফরহাদ হোসেন ৮-০-৩৫-০, সাব্বির ৪-০-২৩-০)

রাজশাহী ১ম ইনিংস: ৭১.৪ ওভারে ৩০৮ (নাজমুল ৬১, জুনায়েদ ৮১, ফরহাদ ৬৯, তন্ময় ৩৪, সাব্বির ২, তৌহিদ ৫, ফরহাদ রেজা ১, সানজামুল ০, মুক্তার ১৫, তাইজুল ২৫, শাফাক ৩*; মনিরুজ্জামান ১১-২-৫৬-১, মেরাজুল ৩-০-১৪-১, সাইফুদ্দিন ৫-০-২৩-১, জুবায়ের ২৩-২-১০৪-৪, তাসামুল ৪-০-৩৩-০, নাবিল ১৭.৪-৩-৫০-৩, ইয়াসির ৮-১-২১-১)