ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মনোহর

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর, যে পদে এর আগে ছিলেন জগমোহন ডালমিয়া। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 10:55 AM
Updated : 4 Oct 2015, 04:25 PM

বিসিসিআই সভাপতি পদে আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় রোববার বোর্ডের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোহর। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 
 
গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে অনেকটাই নিশ্চিত ছিল, মনোহরই আবার হতে যাচ্ছেন বিসিসিআই প্রধান। সাবেক এই প্রধানের আবার দায়িত্বে ফেরায় বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এসজিএমে সারা হয় সেই আনুষ্ঠানিকতা।
 
বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, বিসিসিআই প্রধানের বর্তমান মেয়াদে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট মনোনয়ন দেবে পূর্বাঞ্চল। এই অঞ্চলের ছয়টি সদস্য, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি), ন্যাশনাল ক্রিকেট ক্লাব, ওড়িষা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সবারই সমর্থন পেয়েছেন মনোহর।

গত ২০ সেপ্টেম্বর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বিসিসিআই প্রধানের পদটি শূন্য হয়েছিল।