মিঠুনকে অপেক্ষায় রাখল বৃষ্টি

শতকের দিকে এগুতে থাকা মোহাম্মদ মিঠুনকে অপেক্ষায় রাখল আশ্বিনের আচমকা বৃষ্টি। তবে মিরপুরে খুলনা ও ঢাকা মেট্রোর ম্যাচে ব্যাটে-বলে লড়াই হয়েছে প্রায় সমানে-সমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 12:43 PM
Updated : 3 Oct 2015, 05:30 PM

শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের এই ম্যাচের প্রথম দিনে ৫৮.১ ওভার পর খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিতে। খুলনা রান করেছে ২২৭, ঢাকা মেট্রোপলিস তুলে নিয়েছে ৫ উইকেট।

টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া ঢাকা মেট্রোর শুরুটাও হয়েছিল ভালো। টেস্ট ওপেনারকে ইমরুল কায়েসকে (৭) ফিরিয়ে দেন টেস্ট পেসার মোহাম্মদ শহীদ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া আক্রমণাত্মক ব্যাটসম্যান জিয়াউর রহমানও ফেরেন দু অঙ্ক ছোঁয়ার আগে।

ওপেনার এনামুল হক থিতু হওয়ার পরও বোল্ড হয়ে ফিরেছেন ইলিয়াস সানির বলে। ৮০ রানে ৩ উইকেট হারানো খুলনাকে এরপর টেনে নেন মোহাম্মদ মিঠুন ও অভিজ্ঞ তুষার ইমরান। চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন এই দুজন।

৫৯ রান করা তুষার বাঁহাতি পেসার আবু হায়দারকে গ্লাইড করতে গিয়ে শিকার হয়েছেন দারুণ এক ক্যাচের। গালিতে দারুণ রিফ্লেক্স ক্যাচ নেন মার্শাল আইয়ুব।

সৌম্য সরকার উইকেটে গিয়েই শুরু করেন শট খেলা। দৃষ্টিনন্দন তিনটি চারও মেরেছেন। তবে অতি আক্রমণের খেসারতও দিতে হয়েছে তাকে। অফ স্পিনার শরিফুল্লাহর লেংথ বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন মিড উইকেটে। বাঁদিকে ঝাপিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছেন ইলিয়াস সানি।

অন্য প্রান্তে মিঠুন শটের পসরা সাজিয়েছেন, কিন্তু উইকেট হারাননি। শতকটা যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই বৃষ্টির বাগড়ায় শেষ দিনের খেলা। ১২ চারে ১২৬ বলে অপরাজিত তিনি ৮৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৫৮.১ এভারে ২২৭/৫ (ইমরুল ৭, এনামুল ৩৪, জিয়াউর ৯, তুষার ৫৯, মিঠুন ৮৭*, সৌম্য ১৪, নুরুল ১৭*; শহীদ ১১-২-৩২-১, আবু হায়দার ১১-০-৪৬-০, সৈকত ৫-১-১৩-১, সানি ১২-০-৬১-১, শরিফুল্লাহ ৮-২-২২-১, মাহমুদউল্লাহ ৯.১-১-৪৫-০, মার্শাল ২-০-৮-০)