ফজলে রাব্বির শতকে বরিশালের দিন

উদ্বোধনী জুটি হয়েছে শতরানের, এরপর তিনে নেমে শতরান করেছেন ফজলে মাহমুদ রাব্বি। সিলেটের বিপক্ষে প্রথম দিনে বরিশাল রান তুলেছে ওভারপ্রতি প্রায় সাড়ে চার করে!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 12:20 PM
Updated : 3 Oct 2015, 05:32 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছে ৬৯ ওভার। সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল করেছে ৫ উইকেটে ২৯৫।

উদ্বোধনী জুটিতেই দলকে শক্ত ভিত গড়ে দেন শাহরিয়ার নাফীস ও শাহিন হোসেন। ১১৬ রানের জুটি গড়েন দুজন। অর্ধশতক ছোঁয়ার পর দুজন আউট হয়েছেন পরপর দু ওভারে।

তবে ফজলে মাহমুদ রাব্বির আক্রমণাত্মক ব্যাটিংয়ে পথ হারায়নি বরিশালের ইনিংস। তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন রাব্বি, যাতে সঙ্গী সজিবের অবদান মাত্র ১৩!

৪৮ বলে অর্ধশত ছুঁয়েছিলেন রাব্বি, ১০৫ বলে ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় শতক। আউট হয়েছেন ৯ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে।

১৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ করে আউট হয়েছেন সোহাগ গাজী। তবে উইকেটে বেশ জমে গেছেন তরুণ প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন (৩১*)।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৬৯ ওভারে ২৯৫/৫ (শাহরিয়ার ৫২, শাহিন ৫৮, ফজলে রাব্বি ১০৩, সজিব ১৩, মোসাদ্দেক ৩১*, সোহাগ ২৮, আল আমিন ০*; আবুল হাসান ৯-১-২৬-১, সাদিকুর ১৩-১-৪৪-১, আবু জায়েদ ১৩-১-৭০-০, অলক ৯-০-৩৯-০, এনামুল জুনিয়র ১০-০-৫৪-২, রাহাতুল ১৪-২-৫৩-২, ইমতিয়াজ ১-০-১-০)।