আফগানিস্তানের কোচ হলেন ইনজামাম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 04:04 PM
Updated : 2 Oct 2015, 04:04 PM

আপাতত আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরের জন্য ইনজামামের সঙ্গে চুক্তি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের সিইও শফিক স্তানিকজাই আভাস দিয়েছেন, চুক্তির মেয়াদ বাড়তে পারে দুই বছর পর্যন্ত।
 
২০১২-১৩ মৌসুমে সর্বশেষ পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম।
 
স্তানিকজাই ইএপিএনক্রিকইনফোকে জানান, ইনজামাম আপাতত কেবল জিম্বাবুয়ে সফর পর্যন্ত আছেন। তবে দুই পক্ষই মতৈক্য পৌঁছালে লম্বা সময়ের জন্য মোহাম্মদ নবিদের কোচ হতে পারেন তিনি।
 

২০০৭ সালে অবসর নেওয়ার পর থেকে ক্রিকেটের সঙ্গে খুব একটা যুক্ত নন ইনজামাম। মাঝে মধ্যে টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবে থাকা ছাড়া ধর্মীয় আচার ও ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন তিনি। 
গত অগাস্টে অ্যান্ডি মোলসের সঙ্গে চুক্তি নবায়ন না করায় এত দিন কোনো প্রধান কোচ ছিল না আফগানিস্তানের।
জিম্বাবুয়ে সফরে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আগামী ১৬ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে তাদের সফরটি শুরু হবে।