সিরিজ স্থগিতে স্মিথের হতাশা

বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথের প্রথম সিরিজ। সেই সফর স্থগিত হয়ে যাওয়ায় হতাশ তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 06:18 AM
Updated : 2 Oct 2015, 06:19 AM

টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় বাংলাদেশের ক্রিকেট দর্শকদের অনুভূতিটাও বুঝতে পারছেন স্মিথ। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত নিয়েও কোনো সংশয় নেই তার।

“অবশ্যই খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তাই সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক শুক্রবার সাংবাদিকদের জানান, গত এক সপ্তাহ ধরে ডিএফএটি এবং এএসআইওর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া উপসংহারে পৌঁছায়, এই সময়ে বাংলাদেশ সফর তাদের জন্য নিরাপদ নয়।

দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্যদের গত সোমবার বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাৎ করেই সফর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড। তাদের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে।

অস্ট্রেলিয়া দলকে ভিভিআইপি নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত বাংলাদেশে না আসার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।