আইসিসির সভায় সরব হবেন বিসিবি প্রধান

বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছেন, অস্ট্রেলিয়া সরকারের তালিকা অনুযায়ীই বাংলাদেশের চেয়ে অনেক বেশি শঙ্কা ভারত সফর নিয়ে। তাই বলে ভারতে কি খেলা হবে না? অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করা নিয়ে তাই আইসিসি সভায় সরব হবেন বলে জানালেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2015, 03:59 PM
Updated : 1 Oct 2015, 03:59 PM

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হাসান।

নিরাপত্তা সতর্কতা বেশ কটি দেশেই জারি করেছে অস্ট্রেলিয়া। বিসিবি প্রধানের মতে, ক্রিকেট খেলা এতে থেমে থাকতে পারে না। বিষয়টি নিয়ে আইসিসি সভায় কথা বলবেন বলে জানালেন নাজমুল হাসান।

“অস্ট্রেলিয়া যে গ্লোবাল টেরর ইনডেক্স প্রকাশ করেছে, সেখানে ৬ নম্বরে আছে ভারত, আমরা তো ২৩ নম্বরে। তাই বলে কি ভারতে খেলা হবে না? অস্ট্রেলিয়ার এলার্ট বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত সব দেশের জন্যই। তাহলে কি এসব জায়গায় ক্রিকেট হবে না? … এটা নিয়ে আমি আইসিসি সভাতে কথা বলব। এটা আমার একটা বড় প্রশ্ন থাকবে।”

বাংলাদেশে অস্ট্রেলিয়ার আসা-না আসা নিয়ে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন বলেও জানালেন বিসিবি প্রধান।

“আইসিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম আমি, সে চেষ্টা করেছে যাতে খেলাটা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ওয়ালি এডওয়ার্ডসের সঙ্গে কথা হয়েছে। তারাও চেষ্টা করেছে। আমার এখনও মনে হয়, এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত নয়, অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্ত। ওরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু ছাড়পত্র পায়নি।”

এই ইস্যুতে আইসিসির ভূমিকা দেখতে চান বিসিবি প্রধান।

“শুধু বাংলাদেশের ইস্যু না, হুমকি কম-বেশি সব দেশেই আছে। তাই বলে ক্রিকেট বন্ধ থাকবে? ওই সন্ত্রাসী হুমকিগুলো তো ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে না! আমাদের ঠিক করতে হবে এবং আইসিসির দেখতে হবে, কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা হলে ক্রিকেট খেলা যাবে। এটা নিয়ে আমি সভায় কথা বলব।”

আইসিসি সভায় যোগ দিতে ৯ অক্টোবর বাংলাদেশ ছাড়ার কথা বিসিবি প্রধানের।