পাকিস্তানের ওয়ানডে দলে বিলাল

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে অফস্পিনার বিলাল আসিফকে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2015, 01:25 PM
Updated : 30 Sept 2015, 03:19 PM

এক বছরের জন্য বল করার নিষেধাজ্ঞায় থাকা মোহাম্মদ হাফিজের বিকল্প হিসেবেই ৩০ বছর বয়সী বিলালকে রাখার সিদ্ধান্তের কথা পিসিবি বুধবার জানায়।

জিম্বাবুয়ের বিপক্ষে গত মঙ্গলবার শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন বিলাল। দলের ২-০ ব্যবধানের সিরিজ জয়ে একটি ম্যাচও খেলা হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন তিনি, কিন্তু সেখানেও তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য তার খেলার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান নির্বাচক হারুণ রশিদ সেরকমই ইঙ্গিত দেন।

টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক নাকি বিলালকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে খেলিয়ে দেখতে চান। রশিদ এক বিবৃতির মাধ্যমে জানান, এখানে বিলাল নিজেকে মেলে ধরতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে তাকে নেওয়া হতে পারে।