বোলারদের দাপটে টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের

বোলারদের দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে পাকিস্তান। ১৫ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2015, 12:54 PM
Updated : 29 Sept 2015, 02:46 PM

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান। 
 
শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে হয় পাকিস্তানের ব্যাটসম্যানদের। উইকেটে থিতু হলেও অতিথিদের কেউই বড় ইনিংস খেলতে পারেনি। তাই দেড়শ’ ছাড়াতে পারেনি শহিদ আফ্রিদির দলের সংগ্রহ।
 
মোহাম্মদ হাফিজ (১৭), শোয়েব মাকসুদ (২৬), শোয়েব মালিক (১৬) ও মোহাম্মদ রিজওয়ান (১৫) দুই অঙ্কে পৌঁছালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। তবে উমর আকমলের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি গড়ে পাকিস্তান। ২৮ বলে অপরাজিত ৩৮ রানের ভালো একটি ইনিংস খেলেন আকমল।
 
জিম্বাবুয়ের লুক জংওয়ে ও টিনাশে পানিয়াঙ্গারা দুটি করে উইকেট নেন। 
 
জবাবে ৭ উইকেটে ১২১ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।  
 
লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। পঞ্চম উইকেটে সিকান্দার রাজার (৩৬) সঙ্গে ৬০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন শন উইলিয়ামস। 
 
কিন্তু রাজার বিদায়ের পর এল্টন চিগুম্বুরা (৮ বলে ১৭) দ্রুত ফিরে গেলে জিম্বাবুয়ের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। এরপরও চেষ্টা করেন উইলিয়ামস (অপরাজিত ৪০) কিন্তু দলের হার এড়ানোর জন্য তার প্রচেষ্টা যথেষ্ট ছিল না। 
 
পাকিস্তানের মোহাম্মদ ইরফান ও ইমান খান দুটি করে উইকেট নেন। 
 
এর আগে প্রথম টি-টোয়েন্টিতেও ১৩৭ রানের লক্ষ্য পেয়ে ১৩ রানে হারে জিম্বাবুয়ে।
 
আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি।