থারিন্দু কৌশলের দুসরা নিষিদ্ধ

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার অফস্পিনার থারিন্দু কৌশলের দুসরা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। তবে তার অফব্রেক বৈধ বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2015, 11:14 AM
Updated : 29 Sept 2015, 11:14 AM

চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে থারিন্দুর বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

পরীক্ষায় দেখা গেছে অফব্রেক করার সময় থারিন্দুর কনুই ১৫ ডিগ্রির মধ্যে থাকলেও দুসরার বেলায় এই সীমা অতিক্রম করে যায়।

থারিন্দু পরীক্ষা দিয়ে ফেরার পর তিনি ও তার কোচ অফব্রেকের বৈধতা নিয়ে নিশ্চিত ছিলেন। কিন্তু দুসরা নিয়ে উদ্বেগ তাদের ছিলই। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে থারিন্দুর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করার সময় দুসরা নিয়ে প্রশ্ন ছিল আম্পায়ারদেরও।

শ্রীলঙ্কা নিজেদের তাদের পরবর্তী স্পিন আক্রমণের মূল অস্ত্র হিসেবে দেখছিল থারিন্দুকে। পরীক্ষার এই ফল তাদের জন্য বড় একটি ধাক্কা হয়ে এসেছে। তবে ছয় টেস্টে ৪২.১২ গড়ে ২৪ উইকেট নেওয়া এই স্পিনার তার অফব্রেকের জন্য এখনও দলে জায়গা ধরে রাখতে পারেন।