পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের শিরোপা

হার দিয়ে আইসিআরসি টি-টোয়েন্টি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করা ইংল্যান্ডই জিতেছে শিরোপা। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত পাঁচ জাতি টুর্নামেন্টের ফাইনালে তারা ১৯ রানে পাকিস্তানকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2015, 09:08 AM
Updated : 10 Sept 2015, 10:16 AM

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড।
 
সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন ক্যালাম ফ্লিন। তার ২৯ বলের ইনিংসটি গড়া ৮টি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে গর্ডন ল্যাইডওয়ানের ব্যাট থেকে। এছাড়া অ্যালেক্স হ্যামন্ড ৩০, জ্যামি গুডউইন ১৮ রান করেন। 
 
পাকিস্তানের জাহানজীব, আব্দুল্লাহ ইজাজ ও ফাইয়াজ আহমেদ একটি করে উইকেট নেন। 
 
জবাবে ৭ উইকেটে ১৫৬ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।  
 
পাকিস্তানের সর্বোচ্চ ৩৬ রান আসে রেহন গনির ব্যাট থেকে। পঞ্চদশ ওভারে তার রান আউটেই শিরোপা স্বপ্ন ভেঙে যায় পাকিস্তানের। অধিনায়ক হাসনাইন আলম ও নিহার আলম করেন ২৬ রান করে। 
 
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল ইংল্যান্ড। শিরোপা জেতার পথে এবার নিয়ে দুই বার পাকিস্তানকে হারাল দেশটি।  
 
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি।

দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।