শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে উইন্ডিজ অধিনায়ক হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডের নেতৃত্ব আগেই পেয়েছেন জ্যাসন হোল্ডার। এবার টেস্ট দলেরও কাণ্ডারি হয়েছেন তিনি। দিনেশ রামদিনের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দেশটির অধিনায়কত্ব করবেন এই পেস বোলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 08:23 AM
Updated : 5 Sept 2015, 08:23 AM

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা ১৫ সদস্যের দলে অবশ্য আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান রামদিন। 
 
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত মাত্র আটটি টেস্টই খেলেন হোল্ডার। একটি শতক ও দুটি অর্ধশতকের মাধ্যমে ৩৪.৫৪ গড়ে ৩৮০ রান করেন তিনি। আর ৩৫.৩৭ গড়ে নেন ১৬ উইকেট। 
 
আপাতত অবশ্য হোল্ডারকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হচ্ছে না বলে জানান ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক মাইকেল হোল্ডিং। 
 
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় ১ অক্টোবর পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। 
 
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ৭ নভেম্বর থেকে পি সারা ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 
 
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল:
 
জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েইট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, রাজিন্দ্র চন্দ্রিকা, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, সাই হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর, জোমেল ওয়ারিক্যান।