শারীরিক প্রতিবন্ধীদের টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন

আবহাওয়ার কারণে শারীরিক প্রতিবন্ধীদের আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এনেছেন আয়োজকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 03:20 PM
Updated : 2 Sept 2015, 03:49 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।

বুধবার রাতে এক বিবৃতিতে বিসিবি ও আইসিআরসি জানায়, আগামী শুক্রবার থেকে শুরু হবে পাঁচ জাতির এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করেন আয়োজকরা।

আগামী ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে। কিন্তু এই ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইসিআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন ক্রিস্টিন চিপোলা জানান, তারা বৃষ্টি এবং আবহাওয়ার কথা বিবেচনা করে শুক্রবার থেকে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নেন। বিসিবি ও বিকেএসপি সম্মতি দেওয়ায় নতুন সূচি ঠিক করা হয়।

আয়োজকরা চান, শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের খেলা মাঠে গড়াক।

আগামী শুক্রবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন দুটি করে খেলা হবে। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হতে যাওয়া ম্যাচ দুটি শুরু হবে সকাল ১১টায়।

পরিত্যক্ত হয়ে যাওয়া ইংল্যান্ড-বাংলাদেশের উদ্বোধনী ম্যাচটি নতুন সূচি অনুযায়ী হবে শুক্রবার, বিকেএসপির তিন নম্বর মাঠে। চার নম্বর মাঠে দিনের অন্য ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ পাকিস্তান।