প্রশ্নবিদ্ধ কৌশলের অ্যাকশন

সিরিজ হারের যন্ত্রণার মাঝেই শ্রীলঙ্কার জন্য নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে অফ স্পিনার থারিন্দু কৌশলের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 01:54 PM
Updated : 2 Sept 2015, 01:54 PM

থারিন্দু কৌশলের মাঝে ভবিষ্যৎ মুত্তিয়া মুরালিধরনের ছবি দেখেন লঙ্কানরা। সম্ভাবনার কিছু ইঙ্গিতও তিনি দিয়েছেন এরই মধ্যে। 
 
মুরালিধরনের মতোই এবার প্রশ্নবিদ্ধ হলো কৌশলের বোলিং অ্যাকশনও। 
 
ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে কৌশলের বোলিং অ্যাকশনকে সংশয়পূর্ণ মনে হয়েছে আম্পায়ারদের। আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন নাইজেল লং ও রড টাকার। 
 
নিয়ম অনুযায়ী এখন আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে কৌশলকে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত বোলিং করে যেতে পারবেন। 
 
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ১৩ উইকেট নেন কৌশল। ক্যারিয়ারে ৬ টেস্ট খেলে ২২ বছর বয়সী এই অফ স্পিনারের উইকেট ২৪টি।