পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ দল

পাকিস্তানে মহিলা ক্রিকেট দলের সফরের আগে দেশটির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে বাংলাদেশের একটি পরিদর্শক দল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 11:08 AM
Updated : 2 Sept 2015, 11:08 AM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানান, আগামী শনিবার পাকিস্তান যেতে পারেন নিরাপত্তা বিশেষজ্ঞ দলের সদস্যরা।
 
“বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা পাকিস্তান সফরে যাচ্ছেন।  নিরাপত্তা বিশেষজ্ঞ দলে চারজন আছেন, তাদের সঙ্গে ডিফেন্স থেকে একজন যোগ দিবেন। সব মিলিয়ে পাঁচ সদস্যের একটি দল যাবে।” 
 
আগামী বৃহস্পতিবার ভিসা পেতে পারেন নিরাপত্তা দলের সদস্যরা। ভিসা পাওয়া সাপেক্ষে শনিবার পাকিস্তান সফরে যাবেন তারা। 
 
বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাকিস্তানের করাচি ও লাহোরের নিরাপত্তা পরিস্থিতি দেখবেন। বিসিবি প্রধান জানান, এই দুই শহরেই হতে পারে বাংলাদেশের খেলা। 
 
সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশের মেয়েরা। সিরিজ শেষ হতে পারে অক্টোবরের মাঝামাঝি সময়ে।  
 
নাজমুল জানান, বাংলাদেশের পুরুষ দলের পাকিস্তান সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক কথাবার্তা শুরু হয়নি। 
 
“তবে ওদের সাথে কিছু কথা হচ্ছে। আরও কয়েকটি দেশের সাথে হচ্ছে। এ সব বিষয়ে আইসিসির পরবর্তী সভায় সামনাসামনি বসে হয়তো আলোচনা করা যাবে। আইসিসির এফটিপির বাইরে গিয়ে যদি কোনো সিরিজ খেলার সম্ভাবনা জাগে, তবে আইসিসির অনুমতি নিয়েই খেলতে হবে।”