খেলতে না পারার হতাশা বাংলাদেশের কোচ-অধিনায়কের

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক আলম খান ও কোচ মাসুদ হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 08:28 AM
Updated : 2 Sept 2015, 10:31 AM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। টানা বৃষ্টিতে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিজেদের হতাশার কথা জানান স্বাগতিক দলের অধিনায়ক ও কোচ।  
 
টুর্নামেন্ট নিয়ে ভীষণ রোমাঞ্চিত আলম। ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়ে আনন্দে উদ্বেলিত ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে তাদের মিরপুরে খেলার স্বপ্ন।
 
“এটা খুবই হতাশাজনক। খেলার জন্য আমরা উন্মুখ ছিলাম। সব সময় এখানে খেলার সুযোগ মেলে না। কিন্তু আবহাওয়ার ওপর তো আর কারো হাত নেই। আমরা পরের ম্যাচগুলো খেলার জন্য মুখিয়ে আছি।”
 
বৃষ্টির মধ্যেই পুরো দল নিয়ে ঘুরে ঘুরে মাঠে আসা সমর্থকদের সঙ্গে কথা বলেন আলম। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের প্রায় পুরোটাই পূর্ণ ছিল শিক্ষার্থীদের উপস্থিতে। এত দর্শক আশা করেননি স্বাগতিক দলের অধিনায়কও।
 
“আবারও প্রমাণ হল বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। আমাদের খেলা দেখতে এত দর্শক মাঠে আসবে ভাবতেই পারিনি।”
 
বাংলাদেশ দল নিয়ে আশাবাদী কোচ ও ম্যানেজার মাসুদ। ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ তিনি।
 
“আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য খেলা না হওয়াটা হতাশাজনক। আমরা পরের ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি।” 
 
আগামী শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ।