আকরামের গাড়িতে গুলি: ক্ষমা চাইলেন সাবেক সেনা কর্মকর্তা

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় নি:শর্ত ক্ষমা চেয়েছেন দেশটির সাবেক এক সেনা কর্মকর্তা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 11:05 AM
Updated : 31 August 2015, 11:05 AM

ক্ষমা চেয়ে লেখা চিঠিতে গুলি ছোড়ার বিষয়টিকে নিছক একটি 'দুর্ঘটনা' বলে উল্লেখ করেন পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আমিরুল রেহমান। চিঠিতে এও উল্লেখ করেন, তিনি আর তার পরিবার পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের খুব ভক্ত। 
 

গত ৫ অগাস্ট বিকালে করাচি জাতীয় স্টেডিয়ামের কাছে একটি সড়কে ওই সেনা কর্মকর্তার গাড়ি আকরামের গাড়িকে ধাক্কা দেয়। তারপর ১০৪টি টেস্ট খেলে ২৩.৬২ গড়ে ৪১৪ উইকেট শিকার করা আকরাম গাড়িটিকে থামাতে বললে ওই ব্যক্তি বেরিয়ে এসে গুলি চালান।