সাঙ্গাকারার জায়গায় থারাঙ্গা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কুমার সাঙ্গাকারার জায়গায় শ্রীলঙ্কা দলে এসেছেন উপুল থারাঙ্গা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 02:44 PM
Updated : 27 August 2015, 02:44 PM

বৃহস্পতিবার শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস জানান, ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে সাঙ্গাকারার জায়গায় খেলবেন থারাঙ্গা। 
 
ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সাঙ্গাকারা। সেই ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতা আনে ভারত। 
 
এর আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টেও সাঙ্গাকারার জায়গায় খেলেছিলেন ৩০ বছর বয়সী থারাঙ্গা। সেই ম্যাচে ৪৬ ও ৪৮ রানের দুটি ইনিংস খেললেও ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে আবার একাদশে জায়গা হারান তিনি। 
 
ম্যাথিউস জানান, সাঙ্গাকারা ফেরায় বাদ পড়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান থারাঙ্গা।
 
আঙুলের চোটের কারণে এই সিরিজে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার অফ স্পিনার থারিন্দু কৌশলের তৃতীয় টেস্টে খেলা অনিশ্চিত বলে জানান ম্যাথিউস। তবে চোট কাটিয়ে ফেরা পেসার নুয়ান প্রদিপের শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজ নির্ধারণী টেস্টে খেলা প্রায় নিশ্চিত। 
 
ম্যাথিউস জানান, সাঙ্গাকারার অবসরের পর এখনও তারা নিজেদের ব্যাটিং অর্ডার ঠিক করেননি। সাঙ্গাকারার অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে তিনেই ব্যাট করেছিলেন থারাঙ্গা। 
 
চোট সমস্যা রয়েছে ভারত দলেও। চোটের কারণে  তৃতীয় টেস্টে খেলা হবে না মুরালি বিজয় ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার।
 
ব্যাটিং অর্ডার ঠিক করেনি ভারতও। অতিথিদের টিম ডিরেক্টর রবি শাস্ত্রি জানান, দলের কারোর পজিশনই সুনির্দিষ্ট নয়, পরিস্থিতির ওপর এটা নির্ভর করবে।