অনুশীলনে ফিরলেন সাকিব

ছুটি শেষে অনুশীলনে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 11:23 AM
Updated : 27 August 2015, 11:23 AM

জাতীয় দল ও এর আশেপাশে থাকাদের ফিটনেস ঠিকঠাক রাখতে ২৭ জন ক্রিকেটারকে নিয়ে গত শনিবার থেকে শুরু হয় ‘এলিট প্লেয়ার্স কন্ডিশনিং ক্যাম্প।’ তবে ব্যক্তিগত কারণে অনুশীলনের শুরু থেকে ছিলেন না  সাকিব। 
 
যুক্তরাষ্ট্র থেকে ফিরে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক।  
 
জন্ডিসের কারণে এক সপ্তাহের ছুটি পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, চোটে ভুগছেন পেসার আবুল হাসান। চিকিৎসার জন্য শিগগির ভারতে যাবেন এই তরুণ। 
 
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে চলতি মৌসুমে খুব ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস লেভেল বাড়াতে চলছে চার সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প।  
 

প্রধান নির্বাচক ফারুক জানান, ক্যাম্প চলাকালেই আগামী মাসের শুরুতে অস্ট্রেলিয়া সিরিজের দল দিতে পারেন তারা। 
“৬/৭ তারিখে কোচ আসবেন। এরপর তার সাথে আলোচনা করে আমরা যাদের প্রয়োজন তাদের রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করব।”
বাংলাদেশ সফরে অক্টোবরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।