কাতারে পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসর কাতারে আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 05:58 PM
Updated : 26 August 2015, 05:58 PM

পাঁচ প্রাদেশিক রাজধানী লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েত্তা ও ইসলামাবাদকে নিয়ে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরের খেলা হবে আগামী বছরের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লাখ ডলার পর্যন্ত হবে। 
 

পিসিবি শুরুতে ২০০৯ সাল থেকে তাদের ঘরোয়া সিরিজগুলো খেলে আসা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু ভেন্যু চূড়ান্তের আলোচনা করার সময় আরব আমিরাতের ক্রিকেট বোর্ড পিসিবিকে জানায়, মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের জন্য ফেব্রুয়ারিতে স্টেডিয়াম বুকড হয়ে গেছে।
পিসিবি প্রধান নাজাম সেঠি লাহোরে জানান, সবার সঙ্গে আলোচনা করে পাকিস্তান সুপার লিগের প্রথম আসরের জন্য তারা দোহাকে বেছে নিয়েছেন। ২০১৬ সালের এই টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ২৪টি ম্যাচ। 
পিসিবি প্রধান জানান, পরবর্তী আসরগুলোতে বাড়তে পারে দলের সংখ্যা।
টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত করেনি পিসিবি। তবে তাদের বিশ্বাস, ভারত ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটারদের পাওয়া যাবে।