গাঙ্গুলির আরেকটি রেকর্ড ভাঙলেন ডি ভিলিয়ার্স

সৌরভ গাঙ্গুলির আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ভারতের সাবেক ব্যাটসম্যানকে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম আট হাজার রানে পৌঁছানোর কৃতিত্ব এখন দক্ষিণ আফ্রিকা অধিনায়কের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 01:30 PM
Updated : 26 August 2015, 01:32 PM

বুধবার ডারবানে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলকে পৌঁছান ডি ভিলিয়ার্স। এই ম্যাচের আগে ১৮১ ইনিংসে তার রান ছিল ৭ হাজার ৯৮১।

নিজের ১৮২তম ইনিংসে কলিন মুনরোর বলে চার হাঁকিয়ে আট হাজার রানে পৌঁছান ডি ভিলিয়ার্স। এর আগে ১৬৬তম ইনিংসে সাত হাজার রানে পৌঁছে ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলির আরেকটি রেকর্ড ভেঙেছিলেন তিনি।

১৭৪ ইনিংসে সাত হাজার রানে পৌঁছানো গাঙ্গুলি আট হাজার রান করেছিলেন ২০০তম ইনিংসে।

২০০৫ সালের ২ ফেব্রুয়ারি ওয়ানডে অভিষেক হওয়া ডি ভিলিয়ার্স প্রথম হাজারে পৌঁছান ৩৩তম ইনিংসে। শুরুতে প্রতিটি হাজারে পৌঁছাতে বেশি ইনিংস লাগছিল তার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও দ্রুত পরের হাজারে পৌঁছে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ওয়ানডেতে দ্রুততম আট হাজারে পৌঁছানো পাঁচ ব্যাটসম্যান

নাম

দেশ

ভেন্যু

ইনিংস

এবি ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকা

ডারবান

১৮২

সৌরভ গাঙ্গুলি

ভারত

নাগপুর

২০০

শচিন টেন্ডুলকার

ভারত

ম্যানচেস্টার

২১০

ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট জর্জ

২১১

মহেন্দ্র সিং ধোনি

ভারত

ওয়েলিংটন

২১৪