অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রামে রুট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ছন্দে থাকা ব্যাটসম্যান জো রুটকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2015, 05:33 PM
Updated : 24 August 2015, 05:33 PM

আগামী ৩১ অগাস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিটি খেলবে ইংল্যান্ড। ৩ সেপ্টেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর কোনোটিতেই খেলবেন না সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে স্বাগতিকদের সর্বোচ্চ রান সংগ্রাহক রুট।
 
গত জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে না খেলা অল-রাউন্ডার মইন আলি সীমিত ওভারের দুই সংস্করণেই দলে ফিরেছেন। 
 
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সোমবার ঘোষণা করা ১৩ সদস্যের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নতুন মুখ পেসার রিস টপলি। 
 
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, স্যাম বিলিঙ্গস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস।
 
ইংল্যান্ডের ওয়ানডে দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, স্যাম বিলিঙ্গস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেইলর, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।