জরিমানা গুণতে হচ্ছে ইংল্যান্ড দলকে

অ্যাশেজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারের কষ্টের পাশে জরিমানাও গুণতে হচ্ছে ইংল্যান্ড দলকে। 'স্লো ওভার রেট'-এর কারণে অ্যালেস্টার কুকের দলকে জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2015, 01:06 PM
Updated : 24 August 2015, 01:06 PM

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ডের খেলোয়াড়দের জরিমানা করার বিষয়টি জানায়।
 
জরিমানা করার বিষয়ে ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, আইসিসির নিয়মে নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বলা করায় ওই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়ককে ২০ শতাংশ জরিমানা করা হয়।
 
লন্ডনের কেনিংটন ওভালে রোববার শেষ হওয়া টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করে ইংল্যান্ড। তাই স্বাগতিক অধিনায়ক কুককে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে ইনিংস ও ৪৬ রানে হারলেও ৩-২ ব্যবধানে এবারের অ্যাশেজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।