পাকিস্তানে পরিদর্শক দল পাঠাচ্ছে বিসিবি

আসছে অক্টোবরে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দল। এজন্য পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠাবে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 10:55 AM
Updated : 5 August 2015, 10:55 AM

গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান বাংলাদেশ সফরে আসার সময় থেকেই এই সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছিল। লাহোরে মেয়েদের একটি একাডেমি টুর্নামেন্টে খেলার ব্যাপারেও আলোচনা হয়েছিল, যেটা বেশি দূর এগোয়নি।

তবে বাংলাদেশের একটি দলকে পাকিস্তানে নেওয়ার পিসিবির উদ্যোগ এবার গতি পেয়েছে আরেকটু। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, পিসিবির প্রস্তাব গুরুত্ব দিয়েই ভাবছেন তারা।

“পিসিবি আমাদের প্রস্তাব পাঠিয়েছে। আমাদের মেয়েদের দলটির এমনিতে খেলা তেমন নেই। দেশের বাইরে খেলতেও তারা উন্মুখ হয়ে আছে। এজন্য আমরা ঠিক করেছি, এখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে একটি প্রতিনিধি দল পাঠাবো আমরা।”

প্রধান নির্বাহী জানালেন, প্রতিনিধি দল পাঠানোর তারিখ ঠিক হতে পারে দু-একদিনের মধ্যেই।

“সফরটি হলে সেটা হবে অক্টোবরে। সময় তাই খুব বেশি নেই। শিগগিরই প্রতিনিধি দল পাঠানোর তারিখ চূড়ান্ত হবে।”

মেয়েদের দল বিদেশে খেলতে ‘উন্মুখ’ হলেও পাকিস্তান যেতে তারা রাজি কিনা, সেটা অবশ্য এখনও জানতে চায়নি বিসিবি। প্রধান নির্বাহী জানালেন, সময় হলেই তারা জানতে চাইবেন।

“এখনও অনেক প্রক্রিয়া বাকি। পরিদর্শক দল গিয়ে এসে রিপোর্ট দেবে। এখানে আমাদের হাইকমিশন, বাংলাদেশ সরকারের সবুজ সঙ্কেতের ব্যাপার আছে। সবকিছুর পর সফর হলে মেয়েদের মতামত অবশ্যই নেওয়া হবে।”

পিসিবির প্রস্তাবটির কথা কিছুদিন আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসানও। জানিয়েছিলেন, বাংলাদেশ হাই কমিশনের কাছে ওখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চাওয়া হয়েছে।

২০১২ সালের মার্চ মাসেও বিসিবির একটি প্রতিনিধি দল পাকিস্তানে গিয়েছিল নিরাপত্তা পরিদর্শনে। ওই বছরের এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল পুরুষদের জাতীয ক্রিকেট দলের। কিন্তু পরে আর সফরে যায়নি বাংলাদেশ। এটা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েন চলেছে বছর দুয়েক। গতবছর পিসিবি প্রধান শাহরিয়ার খান বাংলাদেশে আসার পর সম্পর্ক আবার উষ্ণ হতে শুরু করে।