দ আফ্রিকা দলে ফিরলেন ‘ধারাভাষ্যকার’ ফন উইক

দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন মর্নে ফন উইক। কুইন্টন ডি ককের পরিবর্তে এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রেখেছেন দেশটির নির্বাচকরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 12:31 PM
Updated : 4 August 2015, 12:31 PM

বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকার সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে শতক করেছিলেন ফন উইক। এরপরও বাংলাদেশের বিপক্ষে তাকে দলে রাখেননি নির্বাচকরা। 
 
দক্ষিণ আফ্রিকা দলের সদস্য হয়ে না আসলেও ধারাভাষ্যকার হিসেবে এসেছিলেন তিনি।  
 
নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশ সফরে ভালো করা জেপি দুমিনি ও মর্নে মর্কেল। ওই সময়ে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন তারা দুজন। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন দুমিনি ও মর্কেল। 
 
অন্যদিকে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফিরছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলেননি তিনি।     
 
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে না খেললেও নিউ জিল্যান্ডের বিপক্ষে দলে আছেন ফাস্ট বোলার ডেল স্টেইন ও ভার্নন ফিল্যান্ডার। 
 
লেগস্পিনার ইমরান তাহির ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে নেই। বাংলাদেশের বিপক্ষে খেলা তরুণ লেগস্পিনার এডি লিকে আরেকটি সুযোগ দিতে টি-টোয়েন্টির দলে রাখেন দেশটির নির্বাচকরা। 
 
নিউ জিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। 
 
ডারবানে প্রথম টি-টোয়েন্টি হবে ১৪ অগাস্ট। দ্বিতীয় টি-টোয়েন্টি ১৬ অগাস্ট হবে সেঞ্চুরিয়নে। 
 
১৯ অগাস্ট সেঞ্চুরিয়নের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ।
 
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যারন ফাঙ্গিসো, ভার্নন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন, মর্নে ফন উইক, ডেভিড ভিসে।
 
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা দল: ফাফ দু প্লেসি, কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, এডি লি, ডেভিড মিলার, মর্নে মর্কেল, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রাইলি রুশো, মর্নে ফন উইক, ডেভিড ভিসে।