র‌্যাঙ্কিংয়ে মুশফিক-মুমিনুলদের উন্নতি

ঢাকা টেস্টের চার দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলেও সবশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের প্রাপ্তি একেবারে কম নয়। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিমের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 01:23 PM
Updated : 4 August 2015, 07:35 AM

সাত ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠে এসেছেন ঢাকা টেস্টে ৬৫ রান করা মুশফিক। এই ইনিংসের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও এগিয়েছেন মুমিনুল হক (২৫) ও নাসির হোসেন (৬৪)।  দুই জনই দুই ধাপ করে এগিয়েছেন। আর এক ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন ইমরুল কায়েস।

এক ধাপ করে পিছিয়েছেন তামিম ইকবাল (২৭) ও মাহমুদউল্লাহ (৫০)।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। দুই ধাপ এগিয়ে ৬০তম স্থানে আছেন এই অলরাউন্ডার।

বোলারদের মধ্যে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ঢাকা টেস্টের প্রথম দিন ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ঢাকা টেস্টে তিন উইকেট পাওয়া এই পেসার সিরিজ সেরাও হন।

টেস্টের সেরা দলের বিপক্ষে সিরিজ ড্র হওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬ বেড়েছে। তবে তাতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ৪৭ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে আছে মুশফিকের দল।