আমরা হয়তো বঞ্চিত হলাম: মুশফিক

বৃষ্টির দাপটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সব মিলিয়ে ছয় দিন মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম মনে করছেন, এতে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়েছেন তারা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 08:10 AM
Updated : 3 August 2015, 08:10 AM

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সুযোগ সহজে মেলে না বাংলাদেশের। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে উন্মুখ হয়ে ছিলেন সবাই।

রোববার চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, হার-জিত পরের ব্যাপার; আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে লড়তে চেয়েছিলেন তারা। সোমবার শেষ দিনের খেলা বাতিল হওয়ার পর প্রায় একই রকম কথা বলেন অধিনায়ক মুশফিক।

চট্টগ্রামের পর ঢাকা টেস্টও বৃষ্টির দাপটে ড্র। অতিথিদের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ ড্রয়ের পরও কোনো আত্মতৃপ্তি নেই অধিনায়কের। কারণটাও ব্যাখ্যা করলেন তিনি।

“খেলা যখন এক নম্বর দলের বিপক্ষে, আপনি তখন অনেক কিছু শিখতে পারতেন। ওদের সঙ্গে খেলে অনেক কিছু শেখার ছিল, আমরা হয়তো বঞ্চিত হলাম।”

চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিন আর ঢাকা টেস্টের শেষ চার দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়।

মুশফিক জানান, ডেল স্টেইন, মর্নে মর্কেল, ভার্নন ফিল্যান্ডারে গড়া দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ ধারাবাহিকভাবে চাপে রাখে ব্যাটসম্যানদের। আবার হাশিম আমলা, জেপি দুমিনি, ফাফ দু প্লেসিরা ব্যাটিংয়ের সময় খুব কমই ভুল করেন। এই ব্যাপারগুলোই শিখতে চেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ভবিষ্যতে এমন সুযোগ এলে কাজে লাগাতে মরিয়া থাকবেন বলে জানান অধিনায়ক। আগামী অক্টোবরে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সিরিজ থেকেই শেখার সুযোগটা হাতছাড়া না করার প্রত্যয় অধিনায়কের।