বৃষ্টির পাল্লায় ড্র ঢাকা টেস্টও

টানা তিন দিনের বৃষ্টির ধকল সইতে পারল না শের-ই-বাংলার মাঠ। সোমবার সকালে আকাশে রোদ থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় পরিত্যক্ত হয়েছে পঞ্চম ও শেষ দিনের খেলা। চট্টগ্রামের মতো ঢাকা টেস্টও ড্র হওয়ায় প্রথমবারের মতো সমতায় শেষ হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 03:22 AM
Updated : 3 August 2015, 04:13 AM

সকাল পৌনে নয়টায় পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো।
 
কেটেলবরো জানান, আউটফিল্ড এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের উপযোগী নয়। খেলার জন্য মাঠ প্রস্তুত করতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে। ম্যাচের যা পরিস্থিতি তাতে শেষ দিনে চার/পাঁচ ঘণ্টা দেরিতে খেলা শুরুর কোনো অর্থ হয় না।
  
শের-ই-বাংলার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো কিন্তু টানা বৃষ্টির কারণে আউটফিল্ড আর খেলার উপযোগী থাকেনি। 
 
প্রোটিয়াদের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ ড্র করলো বাংলাদেশ। এর আগের চার সিরিজের সবকটি ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
 
ঢাকা টেস্টের প্রথম দিনেই কেবল খেলা হয়েছিল। বাংলাদেশের অসমাপ্ত প্রথম ইনিংসে ৮ উইকেটে তুলেছিল ২৪৬ রান। এরপর ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে হওয়া বৃষ্টির দাপটে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হয়।

গত তিন দিন বৃষ্টি থামলেই মাঠকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন মাঠ খেলার উপযোগী করার জন্য। কিন্তু তাদের এই ক’দিনের পরিশ্রম বিফলেই গেল শেষ পর্যন্ত।
 
ড্র হওয়া চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিনের খেলাও ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
 
বাংলাদেশ সফরে এসে প্রথমে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।