ভালো হলো না অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিও

বৃষ্টির দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরের সিরিজের প্রস্তুতির একটা বড় সুযোগ হাতছাড়া হয়েছে ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলে সেই ঘাটতিটুকু পূরণ করে নিতে চান অলরাউন্ডার মাহমুদউল্লাহ। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 11:01 AM
Updated : 2 August 2015, 07:11 PM

বৃষ্টির দাপটে চট্টগ্রাম টেস্টে শেষ দুই দিন খেলা হয়নি। ঢাকা টেস্টে দ্বিতীয় দিন থেকে টানা তিন দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে।
 
আগামী অক্টোবরে চট্টগ্রাম ও ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ মনে করেন, সেই সিরিজের ভালো প্রস্তুতির একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল বৃষ্টিতে ঠিকমতো খেলা না হওয়ায়।  
 
“বিশ্বের সেরা দলের বিপক্ষে পুরো ১০ দিন খেলা গেলে খুব ভালো হতো। বলতে পারেন একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেল।”
 
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে বাংলাদেশের চলতি বছরের আন্তর্জাতিক খেলা শেষ হবে। সেই সিরিজের ভালো প্রস্তুতির জন্য বিসিএলের চতুর্থ আসর বসতে পারে আগেভাগেই। সেই সিরিজের দিকে তাকিয়ে আছেন মাহমুদউল্লাহ। 
 
“অস্ট্রেলিয়া সিরিজের আগে আমিও শুনলাম বিসিএল শুরু হবে। এটা ইতিবাচক দিক। দুই সপ্তাহ বিশ্রামে থাকার পর হয়তো অনুশীলন শুরু হবে। এরপর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা। যদি বিসিএল খেলা হয়, তাহলে তো খুব ভালো। ম্যাচ খেলে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারব।”