এজবাস্টনে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ব্যাটিং বিপর্যয়ের মাঝে পিটার নেভিল ও মিচেল স্টার্ক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লজ্জার হার এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। তিন দিনেই অতিথিদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে আবার এগিয়ে গেল ইংল্যান্ড।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 11:55 AM
Updated : 31 July 2015, 03:17 PM

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন সকালে নেভিল ও স্টার্কের অর্ধশতকে ২৬৫ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। শুক্রবার দ্বিতীয় সেশনে ২ উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
 
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অধিনায়ক অ্যালেস্টার কুককে হারালেও (৭) জয় নিয়ে ভাবতে হয়নি ইংলিশদের। ইয়ান বেলের দৃঢ়তায় সহজেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। 
 

ডান-হাতি ব্যাটসম্যান বেল ৬৫ রান করে অপরাজিত থাকেন। তার ৯০ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো। আরেক অপরাজিত ব্যাটসম্যান জো রুট করেন ৩৮ রান।
এর আগে আগের দিনের ৭ উইকেটে ১৬৮ রান নিয়ে ব্যাট করতে নেমে আরও ৯৭ রান যোগ করে সফরকারীরা। 
৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেন নেভিল। ১৪৭ বলের ইনিংসটি ৭টি চারে সাজান তিনি। ৬টি চার ও একটি ছয়ে ১০৮ বলে ৫৮ রান করেন স্টার্ক। এই দুজনে অষ্টম উইকেটে তোলেন মূল্যবান ৬৪ রান। 
৭৯ রানে ৬ উইকেট নেন ইংল্যান্ডের স্টিভেন ফিন। 
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৩৬ রানের জবাবে ২৮১ রান করেছিল স্বাগতিক ইংল্যান্ড। 
এই জয়ে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।  
কার্ডিফের প্রথম টেস্টে ১৬৯ রানে জিতে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরের টেস্টে লর্ডসে ৪০৫ রানে জিতে সমতায় ফিরেছিল অস্ট্রেলিয়া। 
আগামী ৬ অগাস্ট ট্রেন্ট ব্রিজে শুরু হবে চতুর্থ টেস্ট।