চোট পেয়ে ছিটকে গেলেন অ্যান্ডারসন 

অ্যাশেজের তৃতীয় টেস্ট চলাকালেই বড় একটা ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। চোট পেয়ে ছিটকে পড়েছেন দলের সেরা পেসার জেমস অ্যান্ডারসন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 10:58 AM
Updated : 31 July 2015, 10:58 AM

পিঠের পাশের পেশির চোটের কারণে এজবাস্টনের এই ম্যাচে তো বটেই, চতুর্থ টেস্টেও খেলতে পারবেন না অ্যান্ডারসন। আগামী ৬ অগাস্ট ট্রেন্ট ব্রিজে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজের চতুর্থ ম্যাচ। 
 
এই ম্যাচের দ্বিতীয় দিন রোববার নিজের নবম ওভারে দ্বিতীয় বল করার পর পিঠের বাঁ দিকের পেশিতে ব্যথা অনুভব করেন অ্যান্ডারসন। পরে আরেকটি বল করেন; কিন্তু চতুর্থ বল করার জন্যে দৌড় শুরু করার পরই প্রচণ্ড ব্যথায় থেমে যান তিনি। তারপর মাঠ ছাড়তে বাধ্য হন প্রথম ইনিংসে ৪৭ রানে ৬ উইকেট নিয়ে অ্যাস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়া এই ডান হাতি পেসার। 
 
দ্বিতীয় ইনিংসেও ১৫ রান দিয়ে ১ উইকেট নেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশি উইকেট শিকারি অ্যান্ডারসন।
 
কার্ডিফের প্রথম টেস্টে ১৬৯ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরের টেস্টে লর্ডসে ৪০৫ রানে জিতে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।