আকমল-মালিকদের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছে পাকিস্তান। উমর আকমল-শোয়েব মালিকদের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্যে ২৯ রানে জিতেছে অতিথিরা।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 05:33 PM
Updated : 30 July 2015, 06:28 PM

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৪৬ রান করে শ্রীলঙ্কা। 
 
দ্বিতীয় ওভারেই উইকেট হারানো পাকিস্তানের শুরুটা খুব একটা ভালো ছিল না। তবে আহমেদ শেহজাদ, শোয়েব মালিক ও উমর আকমলের ঝড়ো ব্যাটিংয়ে পৌনে দুইশ রানের ইনিংস গড়ে তারা।
 
তিন জনই ৪৬ রান করে করেন। তার মধ্যে অপরাজিত থাকেন শোয়েব মালিক। ৩১ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদও সমান সংখ্যক চার মারেন।
 
সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং করেন আকমল। তার ২৪ বলের ইনিংসটি ৩টি করে চার ও ছক্কায় সাজানো।
 
শ্রীলঙ্কার পক্ষে থিসারা পেরেরা ৩০ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন। 
 
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পথ হারায় শ্রীলঙ্কা। ১৯ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারেনি দলটি।
 
সোহেল তানভির ও আনোয়ার আলিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি স্বাগতিকরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ৬ নম্বরে ব্যাট করতে নামা মিলিন্দা শ্রিবর্ধনে।
 
২৯ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার তানভির।
 
আগামী শনিবার এই মাঠেই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।