‘তামিম বাজে শট খেলেছে, আমার তাতে আপত্তি নেই!’

মিরপুর টেস্টে টস হেরে দক্ষিণ আফ্রিকার বোলিং পাওয়ার পর সাতসকালেই ৪০০ উইকেট হয়ে যাবে, বিশ্বাস ছিল ডেল স্টেইনের। প্রোটিয়া ফাস্ট বোলার বলছেন, বাজে শট খেলে তামিমও বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 04:05 PM
Updated : 30 July 2015, 04:05 PM

প্রথম দিন সকালে স্টেইনের দ্বিতীয় ওভারেই স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ দিয়েছিলেন তামিম; দ্বিতীয় স্লিপে তা ফেলে দেন ডিন এলগার। স্টেইনের পরের ওভারে আবারও বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে দেন তামিম; এবার প্রথম স্লিপে বল হাতে জমাতে ভুল করেননি হাশিম আমলা।

তামিম অবশ্য বরাবরই স্টেইনের প্রিয় শিকার। ৬ টেস্টে এই নিয়ে ৫ বার এই বাঁহাতি ওপেনারকে আউট করলেন স্টেইন। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে জানালেন, তামিমের উইকেট নেওয়াটা ভাবনায় ছিল তার।

“তামিম বরাবরই আক্রমণাত্মক ব্যাটসম্যান। মারার বল পেলে সে মারতে যাবেই। ওই বল বাইরে ছিল, তবে একটু বাড়তি বাউন্স পেয়েছিলাম। দুবার ওর ব্যাটের কানা নিয়েছি, একবার ক্যাচ পড়ে গেছে, পরের বার জমেছে। তামিমের শটটি বাজে ছিল, তবে আমার তাতে আপত্তি নেই!”

স্টেইন জানালেন, মাঠের পরিসংখ্যান দেখেই নতুন বলে উইকেট পাওয়ার ব্যপারে আশাবাদী ছিলেন।

“এই মাঠের পরিসংখ্যান বলছে, প্রথম দিন সকালে এখানে বেশ উইকেট মেলে। আমরাও তেমন কিছু করতে বেশ মুখিয়ে ছিলাম। আর আমার মনে হয়, আমাদের নতুন বলের আক্রমণ জুটি বেশ ভালো! ভার্নন খারাপ বল করে না! সবসময়ই মনে হয়েছে, নতুন বলে উইকেট পাব।”