‘রান কম হয়ে গেছে’

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে নিজেদের ব্যাকফুটে দেখছেন মুমিনুল হক। এই বাঁহাতি ব্যাটসম্যান মনে করছেন, তাদের রান একটু কমই হয়ে গেছে।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 03:11 PM
Updated : 30 July 2015, 03:17 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। নাসির হোসেন এখনও ক্রিজে থাকায় তিনশ’ রানের স্বপ্ন দেখছেন মুমিনুল। কিন্তু সেই রানও তার কাছে কমই মনে হচ্ছে।
 
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল নিজেদের ইনিংস সম্পর্কে বলেন, “আমার মনে হয়, (রান) অনেক কম হয়ে গেছে। একটা টেস্টে ৩৫০ কিংবা ৪০০ রানের বেশি হলে ভাল হয়। তখন বোলাররাও ভালো মতো বোলিং করতে পারে। রানটা কম হয়ে গেছে।”
 
পঞ্চম ওভারেই তামিম ইকবালকে হারালেও এক সময়ে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২১৫ রান। এরপর মাত্র ৩১ রান যোগ করতে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস ও মোহাম্মদ শহীদকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।  
 
শেষ সেশনে পাঁচ উইকেট হারানোয় বাংলাদেশের হাতে থাকা লাগাম অনেকটাই ঢিলে হয়ে গেছে বলে স্বীকার করেন মুমিনুল। আইসিসি টেস্ট র‍্যাংঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরার ভালো একটা সুযোগ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ এই টপ অর্ডার ব্যাটসম্যান।
 
“আমাদের রান অনেক কম হয়েছে বলে সুযোগটা আর থাকবে না এটাই স্বাভাবিক।”