তিনশ' উইকেটের ক্লাবে জনসন

অস্ট্রেলিয়ার পঞ্চম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছেছেন মিচেল জনসন। সময়ের হিসেবে টেস্ট ইতিহাসের চতুর্থ দ্রুততম সময়ে কীর্তিটি গড়েছেন বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 11:51 AM
Updated : 30 July 2015, 11:51 AM

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ২৯৯ উইকেট নিয়ে খেলতে নামেন জনসন। বৃহস্পতিবার সকালে নিজের তৃতীয় বলে ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে উইকেটের পেছনে পিটার নেভিলের ক্যাচ বানিয়ে তিনশ' উইকেটের ক্লাবে পা রাখেন জনসন। ওই ওভারের পঞ্চম বলে বেন স্টোকসকে একইভাবে আউট করেন তিনি।

জনসনের আগে অস্ট্রেলিয়ার হয়ে ৩০০ টেস্ট উইকেট পাওয়া অন্য চার বোলার শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৪), ডেনিস লিলি (৩৫৫) ও ব্রেট লি (৩১০)।

২০০৭ সালের ৮ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া জনসনের ক্যারিয়ারে এটি ৬৯তম টেস্ট। ৩০০তম উইকেটের মাইলফলক ছুঁতে জনসনের সময় লাগল ৭ বছর ২৬৩ দিন।

জনসনের চেয়ে কম সময়ে তিনশর ঘরে পা রাখা অস্ট্রেলিয়ার বাকি দুই বোলার ওয়ার্ন ও ম্যাকগ্রা। এ ছাড়া ইংল্যান্ডের ইয়ান বোথামও তার চেয়ে কম সময়ে তিনশ' ক্লাবে পা রাখেন।

দ্রুততম সময়ে ৩০০ টেস্ট উইকেট:

বোলার

দেশ

প্রতিপক্ষ

সময়

ম্যাচ শুরুর দিন

শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকা

৬ বছর ০ দিন

২ জানুয়ারি, ১৯৯৮

গ্লেন ম্যাকগ্রা

অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজ

৭ বছর ১৯ দিন

১ ডিসেম্বর, ২০০০

ইয়ান বোথাম

ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ

৭ বছর ১২ দিন

৯ অগাস্ট, ১৯৮৪

মিচেল জনসন

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

৭ বছর ২৬৩ দিন

২৯ জুলাই, ২০১৫