বাংলাদেশের মানুষকে ধন্যবাদ মর্কেলের

বাংলাদেশে আসতে সবসময়ই ভালো লাগে মর্নে মর্কেলের। তবে আরও অনেকের মতো দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারও বিরক্ত ঢাকার যানজটে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 04:04 PM
Updated : 28 July 2015, 04:04 PM

এবার নিয়ে চার দফায় দক্ষিণ আফ্রিকার হয়ে বাংলাদেশে এলেন মর্কেল। ২০০৮ সালে এসেছিলেন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। এসেছিলেন ২০১১ বিশ্বকাপে, গত বছর ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে। এবার এসে অনেকটা সময় থাকতে হচ্ছে বৃষ্টিবন্দি। তার পরও তার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছে বাংলাদেশ।

৬ ফুট ৫ ইঞ্চি লম্বা এই ফাস্ট বোলার এবার বাংলাদেশে আসার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন মঙ্গলবার। শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানালেন এই দেশকে নিয়ে ভালো লাগার কথা।

“বাংলাদেশ দারুণ। বাংলাদেশে আসা সবসময়ই স্পেশাল। আমরা যাতে ঘরের মতো অনুভব করি, সেটার জন্য এখানকার মানুষেরা চেষ্টার কমতি রাখে না। একটা মাত্র ব্যাপার, এখানকার যানজটটাই কেবল ভালো কিছু নয়।”

বাংলাদেশে আসতে ভালো লাগলেও বাংলাদেশের বিপক্ষে খেলাটা কঠিন, জানালেন মর্কেল।

“এখানে এসে খেলা সব সময়ই কঠিন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে যেটা বললাম, এখানকার মানুষদের চেষ্টার কমতি থাকে না আমাদেরকে নিজ দেশের অনুভূতি দিতে। সেজন্য সবাইকে ধন্যবাদ।”